বিনোদন

হঠাৎ কী হল করণ জোহারের! তিন তারকা ছাড়া বহু সেলিব্রিটিকে আনফলো, করা রইলেন তালিকায় ?

স্বজনপোষণ, এই শব্দটি গত কয়েকদিন ধরেই বেশ পরিচিত হয়ে উঠেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর বলিউড থেকে টলিউড ফ্লিম ইন্ড্রাস্ট্রিতে এই কথাটির আঁচ বেশ জোরালোভাবেই পড়েছে। ইতিমধ্যেই বেশ কিছু অভিনেতা, অভিনেত্রী থেকে ফ্লিম ইন্ড্রাস্টির অনেকেই এই ইস্যুতে মুখ খুলেছেন৷ কয়েকজন বিস্ফোরক কিছু মন্তব্যও করেছেন। বাংলা সিনেমা জগতেও এনিয়ে কয়েকজন মুখ খুলেছেন। সুশান্তের মৃত্যুর পর নেটিজেনদের একাংশের অভিযোগ, করণ জোহরের স্বজনপোষণের কারণে বহু প্রতিভার ভবিষ্যৎ নষ্ট করেছেন। যে কারণে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় করণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে যখন সোশ্যাল মিডিয়া বেশ সরগরম, সেই সময়ই তারকা সহ টুইটারে বহু সেলিব্রিটিকে আন ফলো করে দিলেন করণ জোহর। 

  করণ জোহরের টুইটার থেকে দেখা যাচ্ছে, এই মুহূর্তে মাত্র অাটজনকে ফলো করছেন করণ। যার মধ্যে তারকা রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান আর অক্ষয় কুমার। আর রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও যে ৪টি টুইটার অ্যাকাউন্ট করণ ফলো করছেন, সেগুলির মধ্যে রয়েছে ধর্মা প্রোডাকশন, ধর্মা ২.০, ধর্মাটিক আর ধর্মা প্রোডাকশনের প্রযোজক অপূর্ব মেহেতা। বাকি আর সমস্ত তারকাকে আনফলো করে দিয়েছেন করণ জোহর। এমনকে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর সহ তাঁর ঘনিষ্ঠ অনেককেই আন ফলো করে দিয়েছেন করণ। এনিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Loading

Leave a Reply