জেলা

হুগলিতে পুলিশের ‘বাড়াবাড়ি’! নার্সের গালে কষিয়ে থাপ্পর পুলিশের।

কড়াকড়ি করবেন। কিন্তু বাড়াবাড়ি নয় ! লকডাউন পরিস্থিতি সামলাতে পুলিশকে এটাই ছিল মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই। কিন্তু কোথায় কড়াকড়ি আর কোথায় বাড়াবাড়ি তা কবে বুঝবে একশ্রেনীর পুলিশ কর্মীরা? না হলে রেড জোন হাওড়ার টিকিয়াপাড়ায় কড়াকড়ি করতে গিয়ে যেদিন পুলিশকে মার খেতে হল, ঠিক তার পরেরদিনই অরেঞ্জ জোন হুগলির চন্দননগরে ১ মহিলা পুলিশ কর্মীর অত্যন্ত বাড়াবাড়ির ছবি প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই এদিন প্রকাশ্যে আসে। যদিও সেই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করে নি আজ বাংলা।



সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, সোমবার নাইট ডিউটি করতে চন্দননগর মহকুমা হাসপাতালে আসছিলেন শিশু বিভাগের এক স্টাফ নার্স। সিঙ্গুরের তরুণী ওই বাসিন্দা লকডাউন থাকায় তাঁর এক পরিচিত বন্ধুকে নিয়ে স্কুটি চেপে ডিউটিতে আসে বলে খবর। পুলিশি হয়রানি রুখতে স্কুটির সামনে হাসপাতাল কর্মীর স্টিকারও সাঁটানো ছিল। অভিযোগ, তা সত্ত্বেও ওই তরুণীর গাড়ি চন্দননগর হাসপাতালের কাছেই দাঁড় করায় পুলিশ। অভিযোগ নিজেকে হাসপাতালের নার্স হিসাবে পরিচয় দেওয়ার পরও ওই তরুনীর গালে কষিয়ে চড় বসান এক মহিলা পুলিশ কর্মী। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই নানামহলে নানা গুঞ্জন শুরু হয়। যারা করোনা পরিস্থিতির সামনে থেকে লড়াই চালাচ্ছেন সেই নার্সকে ডিউটি যাওয়ার পথে একজন পুলিশ কি করে চড় মারে তা নিয়েই প্রশ্ন তোলেন সকলে। যদিও অনেক অনুনয়-বিনয় করেও ওই তরুণী-নার্স মিডিয়ার সামনে কিছু বলতে চায়নি। এখন দেখার ওই ফুটেজ যদি সত্যি হয় তাহলে অভিযুক্ত ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কি ব্যাবস্থা নেয় প্রশাসন।


Loading

Leave a Reply