রাজ্য

হুগলির শিয়াখালাতে পথ দুর্ঘটনায় মৃত্যু বারাসতের ১ তৃণমূল কাউন্সিলার সহ ২

রবিবাসরীয় সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্ত ভট্টাচার্য। পাশাপাশি মৃত্যু হয়েছে আরও একজনের বলে খবর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ আরামবাগে একটি ব্যক্তিগত অনুষ্ঠান সেরে বোলেরো গাড়িতে করে বারাসাতে ফিরছিলেন প্রদীপ্ত ভট্টাচার্য্যসহ পরিবারের বেশ কয়েকজন। হঠাৎই শিয়াখালা দেশমুখ মোড়ে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে এই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কাউন্সিলার প্রদীপ্ত ভট্টাচার্য সহ আর একজনের। পাশাপাশি গুরুতর জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, বাকিদের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্র থেকে জানা গেছে, নিহত প্রদীপ্ত ভট্টাচার্য সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের আত্মীয়। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের উচ্চনেতৃত্ব। পাশাপাশি ঘটনার জেরে এলাকায় রীতিমতো শোরগোল পড়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Loading

Leave a Reply