অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম :- NRC-এর বিরুদ্ধে বামফ্রন্টের ডাকা ভারত বন্ধের মিশ্র প্রভাব পড়ল বাংলার জঙ্গলমহলে। এদিন জঙ্গলমহলের ঝাড়গ্রাম এর গোপীবল্লবপুর, নয়াগ্রাম, বেলপাহাড়ি, লালগড়, জামবনি প্রায় প্রতিটি জায়গাতেই বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সরকারি যানবাহন চলাচল করলেও বেসরকারি যানবাহনের সংখ্যা ছিল নেহাতই কম। দোকানপাট খোলা রয়েছে বেশ কিছু জায়গায়। বন্ধের সমর্থনে ঝাড়গ্রাম এর বেশ কয়েকটি জায়গায় বনধ সমর্থনকারীরা মিছিল বের করে। ঝাড়গ্রামেও বনধ এর আংশিক প্রভাব পড়ে।
অন্যদিকে, সরডিহাতে স্টিল এক্সপ্রেস কে আটকে দেওয়া হয়।বেসরকারি বাস বন্ধ থাকার জন্য লোক কম ছিল। ঝাড়গ্রামেও বন্ধএর এদিন সমর্থনে মিছিল বের করে সিপিএম ও এসইউসি আই। তারা রাস্তার পাশে খোলা দোকান বন্ধ করতে অনুরোধ করে। সরকারি বাস আটকানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কলেজ মোড়ে রাস্তা আটকানো হয়েছে। হাট ও সব্জীর বাজার স্বাভাবিক আছে সমস্ত ব্যাঙ্ক বন্ধ। সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রয়েছে।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে