দেশ

৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে দেশে, ঘোষণা কেন্দ্রের

কালই শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। তার আগেই আজ পঞ্চম দফার লকডাউন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শনিবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র। তাতে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউন চলবে দেশে। অর্থাৎ এই দফায় লকডাউনের মেয়াদ হবে এক মাস। তবে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউনের তেমন প্রভাব আর থাকছে না। শর্ত সাপেক্ষে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তরাঁ, শপিং মল ও অন্যান্য হসপিটালিটি পরিষেবা ৮ জুন থেকে চালু হবে। স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলি। এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাড়াও অভিভাবকদের মতামত নেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে।

তবে গোটা জুন মাসজুড়ে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কন্টেইনমেন্ট জোন ছাড়া দেশের বাকি অংশে অধিকাংশ বিষয়েই ছাড় থাকছে। এই দফায় মেট্রো চলাচল, আন্তর্জাতিক বিমান পরিষেবা, সিনেমা হল, জিম, সুইমিং পুল, বার, থিয়েটার ও যে কোনও রকমের জমায়েত বন্ধ থাকবে। কেন্দ্র জানিয়েছে, রাজ্য ও জেলার মধ্যে যাতায়াতের জন্য আর পৃথকভাবে কোনও পাস লাগবে না। এক্ষেত্রে অবশ্য বলা হয়েছে, কোনও রাজ্য যদি অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করতে চায় তবে তা আগেভাগে জানাতে হবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আগের মতোই জারি থাকবে নাইট কার্ফু।

Loading

Leave a Reply