করোনা নিয়ে সারাদেশ স্তব্ধ হয়ে গেছে। রাজ্য প্রশাসন চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার। গতকাল থেকে 27 তারিখ রাত্রি বারোটা পর্যন্ত আগেই পুরসভা সহ বেশ কিছু জেলা লকডাউন ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 31 মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে লকডাউন ঘোষণা করলেন তিনি।
সাংবাদিক সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী জানান এই সমস্যা সারা দেশের সমস্যা। বিশ্বের সমস্যা। পরিস্থিতি কবে পাল্টাবে তা কেউ জানে না। তাই আজ বিকেল পাঁচটা থেকে গোটা রাজ্য লকডাউন। চলবে 31 মার্চ পর্যন্ত। পাশাপাশি তিনি সমস্ত মানুষকে অনুরোধ করেছেন যাতে কোনোভাবেই বাড়ির বাইরে বের না হয়। রাস্তায় ক্রিকেট খেলা নয়। মুখ্যমন্ত্রী অনুরোধ করে জানিয়েছেন প্রত্যেকের সতর্কতায় রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে বলে।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
