জেলা

৩২ বছর পর জেল থেকে মুক্তি পেয়ে আক্ষেপ বৃদ্ধের

বারবার অপরাধের ইতিহাস আমার নেই, একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম, বাট আই অ্যাম নট এ রেসিডিভিস্ট। ৩২ বছর পর জেল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন কলকাতার বালিগঞ্জের বাসিন্দা বিজন বড়ুয়া। পার্ক স্ট্রিট এলাকায় একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৩২ বছর বিভিন্ন জেলে বন্দি থাকার পর মঙ্গলবার মুক্তি পেলেন ৬৮ বছরের বিজনবাবু। তৃতীয় দফায় মোট ২৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হল বিভিন্ন সংশোধনাগার থেকে। তার মধ্যে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পাঁচজন এবং মেদিনীপুর থেকে ৩৮ জন মুক্তি পেয়েছেন। তাদের একজন হলেন বিজন বড়ুয়া।

তিনি বলেন, ৩২ বছর বন্দি থাকার পর মুক্তি পেলাম। দীর্ঘ সময় কেটে গিয়েছে। আমাদের সম্পর্কে সরকারের একটু সহানুভূতির সঙ্গে ভাবা দরকার। এত বছর পর শারীরিক এবং মানসিকভাবে পঙ্গু হয়ে গেছি। এখন হাত-পা কাঁপে। চোখে কম দেখি। কারাবাসের সময় হাসপাতালে কাজ করতাম। জেল থেকে প্রকাশিত পত্রিকায় বিজ্ঞান বিষয়ে লেখালেখিও করেছি। বাড়ি গিয়ে এরপর কী করবেন? উত্তরে অবশ্য বললেন, সামনে কি অপেক্ষা করছে তা কেউ জানে না। আমি বিএসসি পাস। কিছু একটা করব যা সমাজের পক্ষে খারাপ হবে না। খানিকটা আক্ষেপের সুরেই বলতে দেখা গেল বিজনবাবুকে। কিন্তু জেল থেকে এতদিন পর ছাড়া পেয়ে তার মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ ছাপ ফুটে উঠল। তিনি যেন বুঝতেই পারছেন না জেল থেকে এতদিন পর মুক্তি পেয়ে খুশি হবেন নাকি দুঃখ পাবেন। এখনও কার্যত দিশেহারা অবস্থা তাঁর।

Loading

Leave a Reply