শ্যামলেন্দু গোস্বামী :- পুলিশ কথাটা শুনলেই অনেকের মনে ক্ষোভ দেখা যায়। আবার পুলিশ মানে অনেকের কাছে আতঙ্কও। এবার লকডাউনে পুলিশের এক কর্মকাণদ দেখে মনে হল পুলিশ যেন স্বয়ং ভগবান, সর্বোপরি আইনের রক্ষকও। লকডাউনে স্টে অ্যাট হোমের নির্দেশ ভেঙে বাইরে বের হওয়া জনতার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে দেখা গেছে পুলিশকে।কখনও আবার পুলিশের সংবেদনশীল রূপও দেখেছে মানুষ।
এবার পুলিশের মানবিকতার অনন্য নজির দেখা গেল।কয়েকমাইল ক্যান্সার রোগীকে ওষুধ পৌঁছে দিলেন কর্ণাটক পুলিশের এক হেড কনস্টেবল। বেঙ্গালুরু র প্রায় ৪৩০ কিলোমিটার রাস্তা পার করলেন বাইকে চড়ে। ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে অতি প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে বাইকে পার করলেন সুদীর্ঘ পথ এস কুমারাস্বামী। তাঁর এই কাজের প্রশংসা করে ট্যুইট করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ।