৪৬ হাজারের ফোন। সুযোগ পেয়েই তা নিয়ে চম্পট দিয়েছিল চোর। কিন্তু হাফ লাখের এই ফোন চুরি করে মহা ফাঁপরে পড়ে চোর বাবাজি। কারণ ফোনটি শুধু হাত দিয়ে দেখা ছাড়া আর এগতে পারছে না। কারণ সেটুকু বিদ্যেবুদ্ধি যে তার নেই। অবশেষে বিপাকে পড়ে ৪৬ হাজারের সেই ফোন মালিককেই ফেরত দিয়ে গেল চোর। এমন কর্তব্য পরায়ণ চোরের কীর্তিতে শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের প্রত্যন্ত গ্রাম শাহহুসেনপুরের দেওয়ানপাড়ায়। তবে পণ্যটি ফেরত পাওয়ার পর ফোনের মালিক শুভাশিস ভট্টাচার্য অবশ্য চোর বাবাজিকে হাতে তুলে দিয়েছে মস্ত বড় মিষ্টির প্যাকেট। সঙ্গে সৎ পথে চলার সচেতনতা বার্তাও দিয়েছেন। তবে যেহেতু তিনি কোনরকম পুলিশি ঝামেলা ছাড়াই চোরকে মুক্তি দিয়েছেন। তাই শুভাশিসবাবুকে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি চোর বাবা জীবন।
জানা গেছে, শুক্রবার জামালপুর মোড়ে মিষ্টি কিনতে গিয়েছিলেন শুভাশিসবাবু। পকেট থেকে টাকা বের করার সময় মিষ্টির দোকানের শোকেসে তাঁর ফোনটি বের করে রেখেছিলেন। তারপর ভুলে সেখান থেকে চলে যান। পরক্ষণেই তাঁর ফোনের কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে মিষ্টির দোকানে এসে দেখেন ফোনটি গায়েব। এরপর জামালপুর থানার পুলিশের দ্বারস্থ হন। এদিকে ফোনটি নিয়ে এসেও সেটি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে কোনওরকমে সুইচ অফ করতে পারে চোর। কিন্তু তারপর ফোনের কার্যকারিতা কিছুই বুঝে উঠতে পারেনি। শনিবার ফোনটি অন করতেই শুভাশিসবাবু অন্য নম্বর থেকে নিজের নম্বরে ফোন করেন। এরপর ফোনটি ফেরত দেওয়ার কথা বলে চোর।