অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালুর পর থেকেই বিমানে যাত্রীদের ব্যাপক ভিড় হচ্ছে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু না হলেও অন্তর্দেশীয় বিমানে সফর করছেন দেশের বহু মানুষ। জানা গিয়েছে, ৪ দিনে মোট ১ হাজার ৮২৭টি অন্তর্দেশীয় বিমান যাতায়াত করেছে। এতগুলি বিমানে ৪ দিনে যাতায়াত করেছে মোট ১ লক্ষ ৬৫ হাজার ৬০৫ জন যাত্রী। অসামরিক বিমান মন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
তবে সবথেকে উদ্বেগের বিষয় হল ওই বিমানের যাত্রীদের মধ্যে ১৬ জনের শরীরে উপসর্গহীন করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। ওই যাত্রীদের প্রত্যেকেই ৭ টি ইন্ডিগো বিমানে সফর করেছেন। তবে উপসর্গহীন করোনাই চিন্তা বাড়াচ্ছে সরকারের। ইতিমধ্যে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও সর্বত্রই লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যগুলি। কয়েকদিনের মধ্যে ট্রেন পরিষেবা চালু করার চিন্তা-ভাবনা চলছে। তাই আগামী দিনে সংক্রমণ কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে চিন্তিত দেশবাসী।