৬ বছর আগে মারা যাওয়া মেয়েকে ভার্চুয়াল বাস্তবতা সাক্ষাত ঘটালেন দক্ষিণ কোরিয়ার তথ্যপ্রযুক্তিবিদরা। ২০১৬ সালে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় ছোট শিশু না- ইয়ন। প্রযুক্তিবিদরা মা ঝাংজিসাং-এর সঙ্গে ছয় বছর আগে মারা যাওয়া মেয়ের সাক্ষাৎ ঘটান। প্রযুক্তির মধ্য দিয়ে ভি আর বক্স ও সেন্সর হ্যান্ড গ্লাভস দিয়ে মা ঝাং ঝির সাথে মেয়েকে আদর করছে, জড়িয়ে ধরছে। প্রযুক্তিবিদরা অ্যানিমেশনের মাধ্যমে এক বাস্তবতার রূপ দেন মেয়ের। জানা গেছে, প্রযুক্তিবিদরা প্রথমে ছোট্ট মেয়ে না-ইয়নের একটি ছবি নিয়ে সেটিকে অ্যানিমেটেড রূপ দান করেন। তারপর মায়ের হাতে সেন্সর হ্যান্ড গ্লাভস পরিয়ে দিয়ে স্পর্শের অনুভূতি, আর চোখের মধ্যে ভিআর বক্স লাগিয়ে দেন, যার মধ্য দিয়ে অ্যানিমেটেড মেয়েকে বাস্তবে দেখেন মা ঝাংজি।
ভিডিওতে দেখা যাচ্ছে গ্রিন কালার কোমা সেটের মধ্যে মা আছেন। মেয়ে দুটি পাথরের ভিতর দিয়ে এসে মাকে বলছে” মা তুমি কোথায় ছিলে? তোমাকে খুব মনে পড়ে। আমাকে তোমার মনে পড়ে?” এই দৃশ্য দেখে মা মেয়েকে জড়িয়ে ধরছে। আর অঝোর ধারায় কাঁদছে। প্রযুক্তিবিদরাও চোখের জল নিবারণ করতে পারেনি। উপস্থিত প্রযুক্তিবিদরা কান্নায় ভেঙে পড়েন। এমনই দৃশ্য দেখায় দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশনের রিয়ালিটি ভিডিওতে। তবে সমালোচকরা বলছেন আবেগ এবং বিশ্বাস নিয়ে এই ধরনের প্রতারণা করা একদমই ঠিক নয়।