ভিডিও

৭৩ দিন পর লকডাউন উঠল চীনের উহানে, ছন্দে ফিরছে শহর

৭৩ দিনের লকডাউন শেষে অবশেষে মুক্তির আনন্দ চীনের উহানে। করোনা আতঙ্ককে জয় করে ফের যেন বাঁধনছাড়া উৎসবের আবহ উহানজুড়ে। গত ২৩ জানুয়ারি থেকে করোনার দাপটে উহানে শুরু হয় লকডাউন। টানা ৭৩ দিন লকডাউন চলার পর মঙ্গলবার মাঝরাতে লকডাউন তুলে নেওয়ার কথা ঘোষণা করে বেজিং। আর তারপরেই যেন উৎসবের আবহ গোটা উহান জুড়ে। ভোর থেকেই বিভিন্ন বাস স্ট্যান্ড, রাস্তা, বাজার এবং বিমানবন্দরে সাধারণ মানুষের ব্যাপক ভিড় দেখা যায়। এতদিন যারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন, তাদের যেন ঘরে ফেরার তাড়া। বাঁধনছাড়া আনন্দ সকলের মনেই।

সবারই মত, একটু যেন হাত ছেড়ে বাঁচলাম। দীর্ঘদিনের লকডাউন কাটিয়ে বাড়ি ফিরতে পারছি। উহানের বিভিন্ন খোলাবাজার, দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। করোনা তাণ্ডব কাটিয়ে ফের পুরনো ছন্দে ফিরছেন উহানবাসী। যেন যুদ্ধজয়ের মুক্তির আনন্দ। কিন্তু উহানবাসী উৎসবের আমেজে থাকলেও, তাঁদের আনন্দ কতদিন স্থায়ী হবে তা নিয়ে অবশ্য বেশ প্রশ্ন চিহ্ন দেখা গেছে।

কারণ চীনের অন্যান্য জায়গায় নতুন করে বাড়ছে করোনা আক্রান্ত। মঙ্গলবার চীনে আরও দুজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত কয়েক দিনে ফের নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৪২ জন। তবে পরিসংখ্যান বলছে, আক্রান্তদের বেশির ভাগই বিদেশ থেকে চীনে ফিরেছেন। নতুন করে আক্রান্ত বাড়তে থাকায় চিন্তা বাড়াচ্ছে বেজিং প্রশাসনের।

Loading

Leave a Reply