ভালোবাসা কোনও বয়স মানে না। মনের মিলন যেকোনও বয়সেই হতে পারে। তারই প্রমাণ দিয়েছেন দুই অভিনেতা অভিনেত্রী। বৃহস্পতিবার রাতেই ৭৫ বছর বয়সে তাঁর দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। তাদের এই বিয়ের অনুষ্ঠানে অনেক সেলিব্রেটিকে উপস্থিত থাকতে দেখা যায়। ছিলেন রাজ্যের একজন মন্ত্রীও। যদিও বিয়ের পরের দিন এই তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় অভিনেতা দীপঙ্করকে।
শুক্রবার সন্ধ্যায় তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রথম ইমারজেন্সি পরে আইসিসিইউতে ভর্তি করা হয় এই অভিনেতাকে। বিশিষ্ট চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসকদের পরামর্শ মতো তার বিভিন্ন রোগ ও রক্ত পরীক্ষা চলছে বলে খবর। প্রসঙ্গত, প্রায় দুই যুগ ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন দোলন রায় ও দীপঙ্করবাবু। অবশেষে বৃহস্পতিবার রাতে তাঁরা বিয়ে করেন। এ নিয়ে দোলনদেবী সংবাদমাধ্যমে জানিয়েছেন, সিওপিডি রয়েছে ওঁর। শ্বাসকষ্টের জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।