দেশ

৭ লক্ষ শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্র

দেশে অর্থনৈতিক মন্দা হু হু করে বাড়ছে। অর্থনীতির এই কঙ্কালসার চেহারার কারণেই প্রভাব পড়ছে দেশজুড়ে চাকরির বাজারে। নতুন চাকরি তো দূরের কথা পুরনো চাকরি টিকিয়ে রাখাই দায় হয়ে উঠেছে। বিরোধীদের লাগাতার এই প্রচারের জবাব দিতে এবার কোমর বেঁধে ময়দানে নামল কেন্দ্রীয় সরকার। যত দ্রুত সম্ভব বিভিন্ন মন্ত্রকে খালি থাকা শূন্যপদে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় কর্মি বর্গ দপ্তর  বা ডিওপিটি সূত্রে খবর, সারা দেশে খালি পড়ে রয়েছে প্রায় ৭ লক্ষ শূন্যপদ। যেখানে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডিওপিটিকে আরও বলা হয়েছে, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সব কেন্দ্রীয় মন্ত্রক থেকে হিসেব সংগ্রহ করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাতে হবে। যেখানে বিগত মাসের শূন্যপদের কতগুলি কর্মী নিয়োগ করা হয়েছে তার বিবরণ থাকবে। এই রিপোর্ট দেখার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র সরকার। যেসব মন্ত্রকে বেশি পদ খালি রয়েছে, সেই মন্ত্রকদের নিয়োগের ক্ষেত্রে আরও দ্রুত কাজ করতে হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সূত্রের খবর সাত লক্ষ সরকারি শূন্য পদের মধ্যে শুধু রেলমন্ত্রকে রয়েছে আড়াই লক্ষ। প্রতিরক্ষা মন্ত্রকের শূন্য পদের সংখ্যা এক লক্ষ নব্বই হাজার।

Loading

Leave a Reply