জেলা

মায়ের বকুনির জের, হুগলিতে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র।

পড়াশুনার জন্য মায়ের বকাবকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্র। মৃত ওই ছাত্রের নাম সূর্য্যদীপ সরকার(১৪)। সূর্য্যদীপের বাড়ি চুঁচুড়া থানার ধরমপুর তাঁতিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছরের শেষ দিন রাতে পাড়ার বন্ধুর জন্মদিনে গিয়েছিলো চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সূর্য্যদীপ। আজ সকালেও সে পড়তে না বসায় তাঁর মা তাঁকে বাকাবকি করে।

এরপর বেলার দিকে সে নিজের ঘড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বহু ডাকাডাকির পরও সূর্য্যদীপ দরজা না খোলায় দুপুর ১টা নাগাদ প্রতিবেশীরা দরজা ভেঙে দেখে টালির চালার ঘড়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছে সূর্য্যদীপ। তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ সূর্য্যদীপের মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মায়ের সামান্য বকাবকির জন্য কিশোর বয়সেই মৃত্যুর পথ বেছে নেবে সে তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। ঘটনার পর গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।

Loading

Leave a Reply