দেশ

সংবিধানের খসড়া তৈরি করেছিলেন ব্রাহ্মণ, গুজরাটের স্পিকারের মন্তব্যে বিতর্ক

কয়েক বছরে এদেশে জাতপাতের রাজনীতি ক্রমশ শিরোনামে উঠে আসছে। দেশের এই পরিস্থিতিতে নেতাদের বিভিন্ন মন্তব্য সেই বিভাজনের রাজনীতিকে আরও প্রকট করছে। সংবিধানের প্রধান খসড়া কে তৈরি করেছিলেন তা নিয়েও অবশ্য এবার বিতর্ক দেখা দিল। গুজরাট বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী একটি অনুষ্ঠানে বলেন, বিএন রাউ এক ব্রাহ্মণ সংবিধানের খসড়া তৈরি করে বাবাসাহেব আম্বেদকরকে দিয়েছিলেন। এভাবেই ব্রাহ্মণরা পিছনে থেকে অন্যদের সামনে এগিয়ে দেন। প্রতিমন্তব্য নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। সকলেই জানেন সংবিধানের রূপকার বি আর আম্বেদকর। তাই ত্রিবেদীর এই কথায় ভ্রু কুঁচকাতে শুরু করেছেন অনেকেই।

ইতিহাস বলছে, সংবিধান তৈরির জন্য যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করা হয় তার সদস্য ছিলেন রাউ। তিনি ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে সংবিধানের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছিলেন। তারপর তার বহুবার পরিবর্তন হয়। ১৯৪৯ সালের নভেম্বরে আম্বেদকর অন্য সদস্যরা চূড়ান্ত করেন। কাজেই সংবিধানের খসড়া তৈরিতে ভূমিকা থাকলেও তা কোনওভাবেই রাউয়ের তৈরি নয়। কিন্তু গুজরাটের স্পিকার ইতিহাসকে গুরুত্ব দেননি। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সব মহলেই। তবে ত্রিবেদীর বাহ্মণ তত্ত্ব অবশ্য এখানেই থেমে থাকেনি। ভারতীয় নোবেলজয়ীদের আটজনের মধ্যে সাতজন ব্রাহ্মণ বলেও তিনি দাবি করেছেন। তা নিয়েও শোরগোল পড়ে গিয়েছে।

Loading

Leave a Reply