বাংলাদেশের লুঙ্গি ওয়ালাদের এদেশ থেকে লাথি মেরে তাড়াব। শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুরের এলআইসি মোড়ে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির নেতা সায়ন্তন বসুর এই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তিনি এদিন বলেন, দিদিমণি বাংলাদেশের লুঙ্গিওয়ালাদের জন্য চিৎকার করছেন। চেঁচামেচি করছেন। জেনে রেখে দিন এই দেশ থেকে বাংলাদেশি লুঙ্গিওয়ালাদের তাড়িয়ে ছাড়ব। এরপর তিনি বলেন, বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়াই মূল উদ্দেশ্য। আর এটা নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে যাচ্ছেন। তাতে কোন লাভ হবে না।
এদিন জজকোর্টের পিছনে টিভি টাওয়ার এর মাঠ থেকে মিছিল শুরু হয়ে কেরানিতলা বটতলা গান্ধী মোড় হয়ে শেষ হয়। সেখানে নাগরিকত্ব আইনের পক্ষে একটি সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়ন্তন বলেন, নাগরিকত্ব আইন পাশ করেছি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন নাগরিকত্ব আইন আমার মৃতদেহের উপর কার্যকর হবে। আমরা বলছি মুখ্যমন্ত্রীর সামনেই রাজ্যে এই আইন কার্যকর হবে। একদিন কাশ্মীরেও এক দিদি বলেছিলেন আমার মৃতদেহের উপর দিয়ে রাজ্য থেকে ৩৭০ ধারা উঠবে। ওই দিদির সামনেই সামনেই কাশ্মীর ৩৭০ ধারা উঠে গিয়েছে। নৈহাটি বিস্ফোরণের ঘটনা মুখ্যমন্ত্রী সামান্য বাজি বলেছেন। কিন্তু ওটা বাজি নয়, বোমা ছিল।