আজ দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শেষ মুহূর্তে তার সফরসূচি কিছুটা বদল হয়েছে। আগে ঠিক হয়েছিল তিনি এদিন বিকেল ৪টের সময় কলকাতা বিমানবন্দরে নামবেন। কিন্তু শেষ মুহূর্তে ঠিক হয়েছে যে তিনি বিকেল ৪টের বদলে বিকেল ৩টে ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। এদিকে তাঁর আসার সময় ৪০ মিনিট এগিয়ে যাওয়ায়, তাঁর সমস্ত কর্মসূচি এগিয়ে আনা হয়েছে। আগে ঠিক ছিল এদিন রাতে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। কিন্তু শেষ মুহূর্তে সেখানেও কিছুটা বদল করা হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে তিনি এদিন বেলুড়মঠে রাত্রি যাপন করবেন।
আগের নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী তাঁর এদিন সন্ধ্যায় বেলুড়মঠে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী রয়েছে সেই কথা মাথায় রেখেই তিনি এদিন বেলুড়মঠে রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বাকি পূর্বঘোষিত মতোই তাঁর সমস্ত কর্মসূচি রয়েছে। এদিন বিকেলে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()

