দেশ রাজ্য

বেলুড় মঠে পৌঁছলেন মোদি, প্রথম কোনও প্রধানমন্ত্রী রাত্রিবাস করবেন এখানে, কাল বসবেন ধ্যানে

স্বামী বিবেকানন্দের জন্ম দিবসের আগের দিনই বিবেকানন্দের সৃষ্টি বেলুড়মঠে এসে রাত্রি বাস এবং নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুবক অবস্থায় নরেন্দ্র মোদি ঠিক করেছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। আর সেই জন্যই গুজরাত থেকে বেলুড়মঠে এসেছিলেন তিনি। কিন্তু নরেন্দ্র মোদিকে নির্দেশ দেওয়া হয় সমাজ সেবা করার জন্য। শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তৎকালীন সময়ে নরেন্দ্র মোদিকে বলেছিলেন তাঁর জন্য সন্ন্যাস ধর্ম নয়। সমাজসেবামূলক কাজে তাঁর ব্রতী হওয়া উচিত। আর তারপরই মোদি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত ত্যাগ করে সমাজসেবায় যোগ দেন। নরেন্দ্র মোদি এর আগেও বহুবার বলেছেন যে, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পিছনে শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির প্রভাব আছে। আর তাই প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয় বার বেলুড় মঠে এলেন তিনি।

আর এবার বেলুড়মঠে রাত্রি বাস করছেন তিনি। আর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী রাত্রিবাস করছেন মঠে।নরেন্দ্র মোদি মিলিনিয়াম পার্ক হয়ে জলপথে বেলুড়মঠে প্রবেশ করেন। ভোর চারটের সময় মূল মন্দিরের আরতিতে যোগদান করবেন মোদি। তিনি আজ মূলমন্দিরে এবং বিবেকানন্দের মন্দিরে প্রণাম সারেন। প্রভাত আরতিতে যোগদান করবেন তিনি। এরপর তিনি মূল মন্দির এবং গঙ্গার তীরে বিবেকানন্দের বসবাস গৃহে ধ্যানে বসবেন তিনি। অন্যান্য দিনের মতো বেলুড়মঠে দর্শনার্থীদের ভিড় ছিল প্রধানমন্ত্রীকে দেখার জন্য। কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলুড় মঠে প্রবেশ করেন। তবে অন্যান্য দিনের থেকে এদিন ব্যাতিক্রম হিসেবে সাধারণ মানুষদের জন্য বেলুড় মঠ বন্ধ হয়ে যায় রাত ৮ টার জায়গায় সন্ধ্যা ৭টায়।কাল প্রভাত আরতির পর সকাল সাড়ে ৮টার সময় যুবসমাজের জন্য ভাষণ দেবেন তিনি। ভাষণ দেওয়ার জন্য বিবেকানন্দের জন্মদিন ১২জানুয়ারিকে বেছে নিয়েছেন মোদি। দুপুর ১২ টায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে।

Loading

Leave a Reply