রাজ্য

গাছ লাগাতে ফাঁকা জায়গার তালিকা দিতে হবে কাউন্সিলারদের, নির্দেশ কলকাতার মেয়রের

কয়েকদিন আগেই সবুজায়ন নিয়ে বেশকিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছিল বনদপ্তর। খোদ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এবার সেই পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে দেখা গেল কলকাতা পুরসভাকে। মহানগরের বিভিন্ন ওয়ার্ডের কোথায় কোথায় গাছ লাগানোর মতো ফাঁকা জায়গা পড়ে রয়েছে সেই সংক্রান্ত তালিকা পুরসভার কাছে দ্রুত জমা করার জন্য কাউন্সিলারদের নির্দেশ দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মহানগরী দূষণ কমাতে শহরে গাছের সংখ্যা আরও বাড়তে চলেছে পুরসভা।  তাই কোথায় কোথায় পুরসভার ফাঁকা জায়গা পড়ে রয়েছে তা নিয়ে সন্ধান করতে শুরু করেছে তারা। যত দ্রুত সম্ভব সেই তালিকা কাউন্সিলরদের জমা করতে বলা হয়েছে।

কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের এক কর্তা জানিয়েছেন, নিজের এলাকার ব্যাপারে জনপ্রতিনিধিরা অনেক বেশি খবরা-খবর রাখেন। সেই কারণেই এই কাজে কাউন্সিলারদের শামিল করা হচ্ছে। উদ্যোগের ব্যাপারে আশাবাদী পুরসভা। জানা গেছে ইতিমধ্যেই কাউন্সিলররা নিজস্ব এলাকায় জায়গার সন্ধান করতে শুরু করেছেন। ফাঁকা জায়গা পড়ে থাকলেই পুরসভা তরফে সেখানে বিভিন্ন ধরনের গাছ বসানো হবে বলে জানা গেছে। তাই কার্যত সবুজ ফিরিয়ে আনতে তৎপর হয়েছে পুরসভা।

Loading

Leave a Reply