গতবছরও মকর সংক্রান্তি সময় শীতের আমেজ বেশ খানিকটা কমে যায়। এইবারও গতবছরের ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ঠেলায় উষ্ণ মকর সংক্রান্তি হয়েছিল ২০১৯ সালে। কলকাতার তাপমাত্রা ওইসময় পৌঁছেছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। এবছর ও সেই একই সম্ভাবনা দেখা দিয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। মঙ্গলবার থেকেই শীতের আমেজ কমতে পারে। বুধবার পৌষের শেষ দিনে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ডিগ্রি আশেপাশে চলে যেতে পারে। মাঘের শুরুতে শীতঘুমে প্রবেশ করতে পারে শীত।
গত কয়েকদিনে উত্তর-পশ্চিমে বাতাস বইছে বলে নিম্নমুখী হয়েছে তাপমাত্রা। তবে আজ থেকে দুর্বল হয়ে পড়বে ওই কনকনে বাতাস। ফলে কিছুটা ঠান্ডা চলে যেতে বাধ্য। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝায় তাই উত্তরে বাতাসের গতি পথ রুদ্ধ হয়ে যেতে পারে। একটি ঝঞ্ঝা এই মুহূর্তে কাশ্মীরে প্রবেশ করেছে। সেটি যেতে না যেতেই বুধবার থেকে আরও একটি চলে আসবে। সেটির যতদিন থাকবে, ততদিন ঠান্ডা খুব একটা পড়বে না বলে আবহাওয়া দপ্তরের মত। তাই মাঘের শুরুতে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে তার কিছুদিন পরে শীতের দাপট শুরু হতে পারে বলে আবহাওয়া দপ্তরের অনুমান।