দেশ

এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন ভোটগুরু প্রশান্ত কিশোর।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার সোজা ব্যাটে খেলতে শুরু করলেন রাজনৈতিক মস্তিষ্ক প্রশান্ত কিশোর। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের টুইটারে চ্যালেঞ্জ জানালেন নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার জন্য। সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। তারপরেই বাংলা। দুটি জায়গাতেই ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রশান্ত কিশোর। অন্যদিকে তার নিজের রাজনৈতিক দল দিল্লিতে বিজেপির সঙ্গে জোট করেছে। তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়েছেন প্রশান্ত কিশোর। এই পরিস্থিতিতে সরাসরি অমিত শাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

নিজের টুইটার হ্যান্ডেলে শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রশান্ত কিশোর। টুইটে তিনি লেখেন, “জনগণের মতামতে কর্ণপাত না করে সিদ্ধান্ত নেওয়া কোনও সরকারের শক্তি হতে পারে না। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের জন্য যদি বিন্দুমাত্র চিন্তা না থাকে, তাহলে যেভাবে এতদিন প্রচার করে আসছেন সেভাবেই সিএএ ও এনআরসি লাগু করে দেখান।” উল্লেখ্য, মঙ্গলবার লখনউয়ে একটি সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়েছিলেন, “যত খুশি বিক্ষোভ করুন, আমরা ভয় পাই না। আমরা তো বিক্ষোভ, আন্দোলনের মধ্যে জন্মেছি, বড় হয়েছি। যে যাই বলুক CAA ও NRC কার্যকর হবেই।” শাহের এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই টুইট করলেন কিশোর। এই টুইট নেই এই মুহূর্তে উত্তাল রাজনৈতিক দুনিয়া।

Loading

Leave a Reply