দেশ

নির্বাচক হতে চেয়ে বিসিসিআইকে আবেদন তিন প্রাক্তনীর

গতবছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলির ভারতীয় দলকে। ভারতের মতো শক্তিশালী দলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ হয়েছিলেন ভারতীয় দলের সমর্থক থেকে প্রাক্তন ক্রিকেটাররাও। এমনকি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পিছনে কোচ এবং নির্বাচন কমিটির দিকে আঙুল তুলেছিলেন অনেকেই। দল সিলেকশন নিয়ে নির্বাচন কমিটির দিকে আঙুল তুলে ছিলেন প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই। সেই সময় নির্বাচন কমিটির প্রধান ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এমএসকে প্রসাদ। যদিও নির্বাচন কমিটির প্রধান হিসেবে তার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এমনকি মেয়াদ শেষ হয়েছে আরেক সদস্য গগন খোড়ারও। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচক হতে চেয়ে আবেদন করলেন প্রাক্তন স্পিনার লক্ষ্মণ  শিবরামাকৃষ্ণন।

এমনকী নির্বাচক হতে চেয়ে আবেদন করেছেন রাজেশ চৌহান ও অময় কুরেশিয়াও। প্রসঙ্গত কিছুদিন আগেই নির্বাচন চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বোর্ড। তার ভিত্তিতেই জমা পড়ছে এই তিন ক্রিকেটারের আবেদন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূর্ণ হয়েছে সৌরভের। তিনি বলেছেন, অনেক কিছু নতুন করতে হবে। বিশেষ করে টেস্টে। সুপার সিরিজ হওয়ার ব্যাপারেও কোথাও এগিয়েছে। তবে আমাদের জুলাই পর্যন্ত মেয়াদ, থাকবে না আরও বাড়বে তার উপর অনেক কিছু নির্ভর করছে।

Loading

Leave a Reply