সরাসরি ফোনে কথা বলার সুযোগের পর এবার ফেসবুক লাইভে হাজির থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কোন কোন ক্ষেত্রে কলকাতার আরও আধুনিক হওয়া দরকার, তাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, শহরের উন্নতির ক্ষেত্রে তাদের পরামর্শ কি হতে পারে তরুণ প্রজন্মের কাছ থেকে সরাসরি এবার এসব শুনবেন মেয়র সেই লক্ষ্যেই আগামী মাসের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ফেসবুক লাইভে আসতে চলেছেন তিনি। তিনি বলেছেন, এমন অনেক কিছুই করার ইচ্ছে ছিল, যা আমরা করে উঠতে পারিনি। কিন্তু বর্তমান প্রজন্মের বহু ছেলেমেয়ে নিজেদের স্বপ্ন পূরণ করেছে। তারা যেমন আধুনিক, তেমনই বুদ্ধিমান। শহরকে এগিয়ে নিয়ে যেতে সেই তরুণ প্রজন্মের মতামত গুরুত্বপূর্ণ। তাই এবার এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত নাগরিকদের অভিযোগ-পরামর্শ শোনার জন্য মাস চারেক আগে ‘ফোনের ওপারে মেয়র ‘ অনুষ্ঠান চালু করেছিলেন ফিরহাদ। ওই পরিকল্পনার মধ্য দিয়ে বহু নাগরিক উপকৃত হয়েছেন বলেও দাবি করেছেন অনেকে।
পুরসভার এক কর্তা বলছেন, প্রবীণদের স্বার্থে পৌরসভা ইতিমধ্যেই বহু পদক্ষেপ করেছে। তাছাড়া ফোনের ওপারে অনুষ্ঠানে যারা ফোন করেন, তাদের অধিকাংশই হয় মধ্যবয়সি অথবা প্রবীণ। তাই তরুণ প্রজন্ম কি বলছে, সেটা জানাও জরুরি। সেই কারণেই ফেসবুক লাইভে আসার নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, কলকাতা পুরসভার ভোট আর বেশি দেরি নেই। তার আগে নেওয়া এই পরিকল্পনা প্রসঙ্গে বিরোধীরা অবশ্য কটাক্ষ করছেন। তারা অভিযোগ তুলেছেন, তরুণ প্রজন্মকে কাছে টানতেই এমন পদক্ষেপ নিচ্ছেন মেয়র।