রাজ্য

বাংলায় ১১ টি রুটে চলবে বেসরকারি ট্রেন, দেরিতে ট্রেন এলে যাত্রীরা পাবে ক্ষতিপূরণও ঘোষণা কেন্দ্রের।

গত অক্টোবর মাস থেকেই বেসরকারি সংস্থা পরিচালিত এক্সপ্রেস ট্রেন তেজস চালানো শুরু করেছিল ভারতীয় রেল। আর তাতেই বড়োসড়ো সাফল্যের পর এবার রেল বোর্ড আরও একাধিক রুটে বেসরকারি ট্রেন চালানোর ভাবনা শুরু করল বলে খবর। পশ্চিমবঙ্গের নামও আছে এই বেসরকারি ট্রেন চালানোর তালিকায়। বাংলার মোট ১১ টি রুটে চলবে এই বেসরকারি ট্রেন। টাটানগর থেকে শালিমার দৈনিক, শালিমার থেকে পুনে সাপ্তাহিক, হাওড়া থেকে চেন্নাই দৈনিক, পুরি থেকে শালিমার সপ্তাহে তিনদিন, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সাপ্তাহিক, হাওড়া থেকে দিল্লির আনন্দবিহার দৈনিক, হাওড়া থেকে পাটনা দৈনিক, হাওড়া থেকে মালদা টাউন দৈনিক, শিয়ালদা থেকে গোয়াহাটি সপ্তাহে দুদিন, শালিমার থেকে টিসিবিপি (বেঙ্গালুরু) ইত্যাদি বিভিন্ন রুটে চলবে বেসরকারি ট্রেন গুলি।

কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের তৈরি করা কমিটিই এই রুটগুলি স্থির করেছে বলে খবর। এছাড়া বেসরকারি ট্রেন যদি ১৫ মিনিটের বেশি দেরিতে চলে তবে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে ঐ সংস্থাকে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী কর্তৃক নির্বাচিত এই নতুন কমিটি। এছাড়াও তেজস সহ বেসরকারি ট্রেন গুলিতে বীমার ব্যবস্থাও থাকবে বলে জানা গেছে।

Loading

Leave a Reply