দেশ

গ্রাম দখলে রেখেছে বানর সেনা, বিয়ে হচ্ছে না মেয়েদের

মেয়ে অতীব সুন্দরী। এক ঝলক দেখলেই যে কারও নিমেষে পছন্দ হয়ে যাবে। অথচ কোনও ভাবেই বিয়ে হয় না এই গ্রামের মেয়েদের। কারণ পছন্দ হলেও কেউ জামাই হতে চায় না এই গ্রামের। এই গ্রামের নাম হল রতনপুর। ভারতের ভোজপুর জেলায় অবস্থিত রতনপুর গ্রামের মেয়েদের কোনও পরিবার বিয়ে করে নিয়ে যেতে চান না। অভিশপ্ত এই গ্রামটিতে মানুষের থেকেও বানরের বাস বেশি। আর তাই পাত্রপক্ষ কিছুতেই এই গ্রামের মেয়েদের বিয়ে করে নিয়ে যেতে চান না। গ্রামের বেশিরভাগ মানুষই ভয়ের মধ্যে দিন কাটান। কোনও অনুষ্ঠান বাড়ি, শ্রাদ্ধ বাড়িতে অনিমন্ত্রিত বাঁদর এসে হামলা চালায় এবং সমস্ত কিছু তছনছ করে চলে যায়। আর সেজন্যই কোন পাত্র পক্ষ বিয়েতে অরাজি।

ঘটক মশাই গেলেই পাত্রপক্ষ সোজা জানিয়ে দেয় ওই গ্রামে ছেলের বিয়ে দেবেন না। অনেক সময় এমন ঘটেছে কোন অনুষ্ঠান বাড়িতে বানররা হামলা চালালে মানুষ যদি তাদের তাড়া করে তাহলে উল্টে বানররা দাঁত খেঁচাতে থাকে এবং রুষ্ট হয়ে আরো বেশি করে অনুষ্ঠান বাড়ি পন্ড করে দেয়। এখানে বানর দল অত্যন্ত সক্রিয়। মানুষের থেকে বানরের সংখ্যা বেশি হওয়ার জন্যই এই ধরনের সমস্যা ঘটতে থাকে।

Loading

Leave a Reply