কাজের নাম করে নিয়ে গিয়ে এক মহিলার হাত-পা বেঁধে রাখার অভিযোগ উঠলো ২ যুবকের বিরুদ্ধে। নিজের সম্ভ্রম বাঁচাতে একতলা বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে গুরুতর জখম ওই মহিলা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জখম ওই মহিলা মগরা থানার অন্তর্গত সপ্তগ্রামের ছোট খেজুড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, পেশায় রং-মিস্ত্রী ওই মহিলাকে সানি মাইতি(মুন্না), হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার চাঁদমারিতে জনৈক আরতি সরকারের বাড়িতে রং-এর কাজ আছে বলে নিয়ে যায়।
সোমবার সকালের দিকেই ওই বাড়িতে পৌঁছান মহিলা। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎই ঘড়ের দরজা বন্ধ করে দেয় মুন্না। তখনই ওই ঘরে চলে আসে মুন্নার আর এক শাগরেদ রোহিত জয়সওয়াল। মহিলার অভিযোগ তারা দুজন তাঁর হাত-পা বেঁধে দেয়। চুঁচুড়া হাসপাতালের বেডে শুয়ে ওই মহিলা বলেন অনেক অনুরোধ করার পর তাঁর পায়ের বাঁধন খুলে তাঁকে বাথরুমে যেতে দেয়। নিজেকে বাঁচাতে নির্মীয়মান ওই বাথরুমের খোলা জানালা দিয়ে নীচে ঝাঁপ দেয় মহিলা। বাইরে থাকা অন্যান্যরা ওই মহিলাকে পরে যেতে দেখে প্রথমে বেলুর হাসপাতাল এবং পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। এবিষয়ে নিশ্চিন্দা থানায় করা অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই অভিযুক্ত মুন্না ও রোহিতকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
চলতি বছরে অন্যদের মতোই আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন পুষ্প কর। দুই ছেলেকে নিয়ে তিনি থাকতেন একটি মাটির বাড়িতে। কিন্তু হঠাৎ করে এভাবে ঈশ্বর তাদের উপর সদয় হবেন, তা কোনোদিন ভাবতে পারেনি তারা। এক দিনেই লক্ষাধিক টাকা পেয়ে যেন হতবাক হয়ে যান পুষ্প দেবী। কিভাবে এই টাকাটি খরচ করবেন তা যেন বুঝে উঠতে পারছেন না […]
এক গৃহবধুকে পুড়িয়ে মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধুর জবানবন্দি প্রকাশ্যে আসতেই হাড়হিম সকলের। হাসপাতালের বেডে টানা কয়েকঘন্টা লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পরে ওই মহিলা। অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি হুগলীর মগরা থানার অন্তর্গত ষষ্ঠীতলা জয়পুরের। মৃত ওই গৃহবধুর নাম নূপুর সাহা(৩৫)। প্রায় ১১ বছর আগে মগরার সুকান্তপল্লীর বাসিন্দা নূপুরের সাথে বিবাহ […]
‘লকডাউনে’ গৃহবন্দি থাকার সময়ে বাড়ির ছাদে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাডমিন্টন খেলার সময় পড়ে গিয়ে মৃত্যু হল স্বামীর। মৃতের নাম দুলালচন্দ্র দে (৬১)। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ঘটনা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে শিক্ষক বাড়ির ছাদে তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে ব্যাডমিন্টন খেলছিলেন। হঠাৎই অসতর্কতার দরুণ তিনি ছাদ […]