বিনোদন বিশ্ব

মুখ দেখে তবেই এবার পর্নোগ্রাফি দেখার অনুমতি মিলবে

পর্নোগ্রাফি দেখতে গেলে দেখাতে হবে নিজের মুখ।মুখ স্ক্যান করে বয়সের পরিসীমা দেখে তবেই মিলবে ব্লু-ফ্লিম দেখার ছাড়পত্র। এমনটাই পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বর্তমানে নাবালিকা পর্নোগ্রাফিতে আসক্ত। সে দেশে কোনও রকম কোনও আইন নেই। যেখানে ১৮ বছরের কম বয়সি নাবালিকাদের পর্নোগ্রাফি দেখা যাবে না। সেজন্যই নাবালক-নাবালিকাদের পর্নোগ্রাফি দেখা থেকে বিরত রাখার জন্য সেদেশের সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এখানে স্পষ্টভাবে বলা নেই এইভাবে স্ক্যান করে কোন কোন সাইট খুলতে হবে! নাকি সমস্ত সাইটেই লাগবে ছবি। সে ব্যাপারে নিশ্চিত করেনি সরকার।

বিভিন্ন পর্নোগ্রাফির সাইট বিভিন্ন ভাবে তাদের পশরা সাজিয়ে বসে আছে। সেই হাতছানিতে সাড়া দিচ্ছে নাবালক-নাবালিকারা। এর ফলে দেশের সমাজ ব্যবস্থার অবনতি ঘটছে। যদিওবা সেদেশের বিরোধীপক্ষ এর বিরোধিতা করছে। নেটিজেনরা বলছেন এই সমস্ত মুখ দেখে কিভাবে বোঝা যাবে বয়স সম্পর্কে। তাতে অবশ্য সরকারপক্ষ জানিয়েছে সমস্ত ছেলে মেয়েদের মুখ দেখে সরকারি তথ্য অনুযায়ী তাদের বয়স নির্ধারণ করা হবে। তারপরেই খুলবে খুলবে পর্ণ সাইট। তবে অনেকে অবশ্য নেঠিজেনরা সন্দেহ প্রকাশ করে বলছেন, এই মুখ সংরক্ষিত হবে কিনা, এই ছবি ঠিকঠাক ভাবে ব্যবহার হবে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এখন দেখার অস্ট্রেলিয়া সরকার নাবালক নাবালিকাদের পর্ন বন্ধ করার জন্য সক্ষম হয় কিনা।

Sponcer

Loading

Leave a Reply