দেশ

দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকায় এগিয়ে রয়েছে আপ

এখনও পর্যন্ত দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড যেদিকে যাচ্ছে, তাতে একপ্রকার বলায় যায়, যে এক্সিট পোল হুবহু মিলতে চলেছে দিল্লিতে। যে কটি সংস্থা এক্সিট পোল করেছিল, তাদের প্রত্যেকেই পূর্বাভাস দিয়েছে যে ফের দিল্লির সিংহাসনে বসছেন কেজরিওয়াল।

অর্থাৎ দিল্লি জয়ের স্বপ্ন ‘আধুরা’ থেকে যাবে মোদি-অমিত শাহের। সকাল থেকেই ভোট গণনার শুরুতেই পঞ্চাশটিরও বেশি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বাঙালি অধ্যুষিত এলাকায় এগিয়ে রয়েছে আপ। প্রসঙ্গত দিল্লি নির্বাচনের আগে কেজরিওয়াল চেয়েছিলেন তাঁর দলের হয়ে প্রচার করুন মমতা। কিন্তু প্রচারে না এলেও দিল্লিতে যে আপইকে সমর্থন করছে তৃণমূল, তা তৃণমূলের দলীয় সাংসদদের কর্মকাণ্ডেই স্পষ্ট ছিল।

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন আপকে সমর্থন করার বার্তা দিয়েছিলেন। তা যে বিফলে যায়নি এখনো পর্যন্ত তা প্রমাণিত। দিল্লির চিত্তরঞ্জন পার্ক বাঙালি অধ্যুষিত এলাকা বলে পরিচিত। এখনো পর্যন্ত ভোট গণনার যে ফলাফল আসছে, তাতে দেখা যাচ্ছে ওই বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্ক এলাকায় অনেকটাই এগিয়ে রয়েছে আম আদমি পার্টি।

Loading

Leave a Reply