জেলা

আমার ভাষা বাংলা ভাষা। রংতুলিতে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি

আন্তজার্তিক মাতৃভাষা দিবসে কৃষ্ণনগর চারুকলা সোসাসাইটির সদস্যদের মাতৃভাষাদিবস উদযাপন।১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী বাংলা দেশ ও ১৯৬১ সালে ১৯ শে মে অসমের শীলচরে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন গড়ে উঠেছিলো তার স্মরণে রঙতুলিতে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞলী।ভাষার অলংকরন ছিলো ছবির প্রধান বিষয়।কৃষ্ণনগর শহরের পোষ্ট অফিস মোড়ে এই ওপেন এয়ার প্রদর্শণীর আয়োজন করা হয়। একসঙ্গে এত ছবির প্রদর্শনী মাতৃভাষাদিবসে প্রথম।

শহরের প্রাণকেন্দ্রে এরকম এক নান্দনিক প্রদর্শনী মাতৃভাষা দিবস উদযাপন আগামী প্রজন্মের কাছে বেশ দৃষ্টিনন্দন হয়ে ওঠে। পথচলতি মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। বড় ক্যানভাসে ছবি, ছোট ছোট ছবি এঁকে পশ্চিবাংলার মানচিত্র অঙ্কন, এছাড়া অক্ষর অলংকরন করে এক নান্দনিক প্রদর্শণীর আয়োজন করা হয় ফুটপাথের রেলিং এ।শহরের পথ ও রাস্তার ধার কিছুক্ষনের জন্য শৈল্পিক রুপকল্পে সেজে ওঠে চারুকলার সদস্যদের তুলিতে।আমাদের ভাষা বাংলা ভাষা।

Loading

Leave a Reply