জেলা

আরামবাগের প্রাক্তন সিপিএম বিধায়ক বিনয় দত্তের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল

বাম আন্দোলনের অন্যতম বর্ষীয়ান নেতা তথা আরামবাগের তিনবারের সিপিআইএম বিধায়ক বিনয় দত্ত আজ ভোর ৩টে নাগাদ আরামবাগের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা কালীপুরের বসতবাড়িতে হাজির হন। সিপিএমের জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, বিনয় দা নেই। বড় ক্ষতি হয়ে গেল। 

বহু আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জমিদারদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে একাধিক কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনবারের বিধায়ক ও সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিনয়বাবু দীর্ঘদিন ধরে নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উল্লেখ্য, ২০১১ সালের পর রোগে আক্রান্ত হন তিনি। তারপর থেকেই আর সেভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার এদিন বিনয়বাবুর বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান। মানসবাবু বলেন, গরিব মানুষের বহু আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বিনয় দত্ত। রাজনীতিতে দীর্ঘদিনের মানুষ তার চলে যাওয়ায় রাজনীতির ক্ষতি হল। প্রসঙ্গত, মতপার্থক্য থাকলেও মানসবাবু এদিন যে সৌজন্য দেখিয়েছেন তারজন্য সকলেই সাধুবাদ জানিয়েছেন৷ বিনয়বাবুর মরদেহ গোঘাট ও আরামবাগের বিভিন্ন দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। তারপর তাঁর দেহদান করা হবে।

Loading

Leave a Reply