সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু অজানা ঘটনায় মানুষের চোখের সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে নতুন ধরনের নানান তথ্য উঠে আসে। এবার সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল ফেলেছে। জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালিকা সিমি গারেওয়ালের টুইটারে পোস্ট করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের মেঠোপথে একটি বাচ্চা মেয়ে বা হাতে ব্যাট ধরেছে। উল্টোদিক থেকে বল হাতে দৌড়ে আসছে তার বয়সি একটি ছেলে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল ফিল্ডার কম থাকায় এই খেলায় উইকেট কিপারের দায়িত্ব সামলাচ্ছে একটি সারমেয়। মেয়েটির মিস করা প্রত্যেকটি বল দুরন্ত ক্ষিপ্রতার সঙ্গে তাই মুখে করে গ্লাভসের মতোই ধরে নিচ্ছে সারমেয়।
এছাড়া সে একাই ফিল্ডারের ঘাটতিও মিটিয়ে দিচ্ছে। দৌড়ে গিয়ে বল কুড়িয়ে এনে তা ফিরিয়ে দিচ্ছে বোলারের হাতে। এই মজার ভিডিওটি শেয়ার করে সিমি লিখেছেন বিখ্যাত ফিল্ডারের পুরস্কার দেওয়া উচিত ওকেই। অনেকেই সিমের এই পোস্ট লাইক ও শেয়ার করেছেন। সংখ্যাটা ইতিমধ্যেই লক্ষাধিক ছাপিয়ে গেছে। মজা করে কেউ কেউ লিখছেন, সারমেয়র পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ও মহেন্দ্র সিং ধোনির থেকেই ট্রেনিং পেয়েছে। হয়তো ও মাহিরই পোষ্য। তবে রকমারি কমেন্টে অন্য মাত্রা পাচ্ছে এই মজার ভিডিও।