রাজ্য

সমর্থনের আঁচ পেতে মুসলিম সমর্থকদের ফেজ টুপি পরে সভায় আসার ফরমান বিজেপির

সভায় কতজন মুসলিম কর্মী সমর্থক আছে তা জানার জন্য এবার নয়া পদক্ষেপ নিল রাজ্য বিজেপি। জানা গেছে রবিবার শহিদ মিনারে মুসলিম কর্মী-সমর্থকদের ফেজ পড়ে আসার নির্দেশ দিল রাজ্য বিজেপি। এর ফলে মুসলিমরাও যে এনআরসি ও সিএএ সমর্থক তা বোঝানো যাবে বলে মনে করছে তারা। তবে সমস্যা দেখা দিয়েছে দিল্লিতে চলতে থাকা টালবাহানা এবং বিপদের মধ্যে বহু মানুষ ক্ষতিগ্রস্ত  হয়েছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এনআরসি নিয়ে চলতে থাকা সমর্থক এবং বিরধীদের সমর্থকদের দ্বন্দ্বে রণক্ষেত্রের চেহারা নেওয়ার জন্য সকলেই চিন্তিত। আর সেজন্য অমিত শাহর কেরল সভা বাতিলও করতে হয়েছে। তবে বেশ ধন্দে আছে রাজ্য বিজেপি অমিত শাহের সভা নিয়ে।

কিন্তু তাঁরা জানাচ্ছেন ততদিনে দিল্লির অসহিষ্ণুতা বন্ধ হয়ে যাবে এবং স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবে। এখন দেখার অমিত শাহের সভা কি রূপ ধারণ করে। লালবাজারের পক্ষ থেকে এই সভার অনুমতি দেওয়া হলেও পরীক্ষা চলার জন্য কিছু বিধি নিষেধ মানতে হবে রাজ্য বিজেপিকে। শহিদ মিনারের তিনটি প্রবেশপথ করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসবে এই সভায়। তবে এ এক অন্য ধরনের নির্দেশিকা বলে মনে করা যায়। এর আগে কোনও সভাতে মুসলিমদের ফেজ পরা বাধ্যতামূলক করা হয়নি। এখন দেখার পশ্চিমবঙ্গের এনআরসি এবং সিএএর সমর্থনে কত মুসলিম জমায়েত হন। যদি তা হয় তাহলে বিরোধীদের চাপ বাড়াতে পারে অমিত শাহর সভা।

LIVE

Loading

Leave a Reply