রাজ্য

উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড না আনলেও পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থীরা, মানতে হবে কিছু শর্ত

মাধ্যমিক পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া পড়ুয়ার সংখ্যা ভূরিভূরি মিলেছে। খাস কলকাতায় সেই সব ছাত্র-ছাত্রীদের জন্য ত্রাতার ভূমিকায় দেখা গেছে পুলিশ সার্জেন্ট এর কিন্তু এবার উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড আনার নিয়মে কিছুটা বদল করা হল। সেটা হল কেউ কোনও পরীক্ষায় অ্যাডমিট কার্ড না আনলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। কিন্তু পরের দিনের পরীক্ষায় তাকে অ্যাডমিট কার্ড এনে দেখাতে হবে। পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা এমনই উল্লেখ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটররা পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড যাচাই করে দেখবেন। আনতে ভুলে গেলে তাকে ওই পরীক্ষায় বসার অনুমতি দেবেন দায়িত্বপ্রাপ্ত সেন্টার সেক্রেটারি।

তবে তার জন্যই পরীক্ষার্থীকে একটি মুচলেকা দিতে হবে। তাতে লিখতে হবে পরের দিন অ্যাডমিট কার্ড নিয়ে অবশ্যই দেখাবে সে। সেই অনুসারে পরের দিন অ্যাডমিট কার্ড দেখাতে না পারলে তাহলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। শিক্ষক-শিক্ষিকাদের মতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের একটা মানসিক চাপ থাকে। তার জন্য অনেক সময় অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে। মাধ্যমিকে এরকম ঘটনা আকছার ঘটেছে। তাই এক্ষেত্রে পড়ুয়াদের কিছুটা ছাড় দিয়ে ভালোই করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Loading

Leave a Reply