ইতিমধ্যেই করোনাভাইরাস কে মহামারী আখ্যা দিয়েছেন হু। সারা বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে। আর এই সুযোগে কিছু অসৎ মানুষ করোনা নিয়ে অযথা গুজব রটিয়ে মানুষকে সন্ত্রস্ত করছে। এবার এই ঘটনা নিয়ে গুজবের ওপর কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো কে কেন্দ্র করে বেশ খানিকটা হৈচৈ শুরু হয়েছে। ভুয়ো খবর ছড়ানোয় ১৫টি ফেসবুক পোস্ট ব্লক করে দিল দার্জিলিং পুলিস।
এ ছাড়াও সংক্রমণ ঠেকাতে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন ও জিটিএ। লালকুঠিতে হোটেল মালিক, NGO ও ট্রান্সপোর্ট সিন্ডিকেটের কর্তাদের সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে, শৈলশহরে আসা প্রত্যেক পর্যটককে হোটেলে ঢোকার সময় একটি ফর্ম ফিল আপ করতে হবে। যেখানে, গত ১০-১৫ দিনে তাঁরা কোথায় কোথায় গেছেন, তা লিখতে হবে। যদি সন্দেহজনক কিছু মেলে, সঙ্গে সঙ্গে পুলিস ও CMOH-কে তা জানাবে হোটেল কর্তৃপক্ষ। প্রয়োজনে নজরদারির জন্য তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হবে।
গাড়ি চালকদের সুরক্ষার কথা ভেবে ইতিমধ্যেই ১৫ হাজার মাস্ক আনিয়েছে জিটিএ। ১৫ হাজারের বরাত দেওয়া হয়েছে। শিমূলবাড়ি ও মানেভঞ্জনে অতিরিক্ত স্ক্রিনিং ক্যাম্প শুরু করতে চলেছে প্রশাসন। পাশাপাশি সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে করোনাভাইরাস নিয়ে অযথা কোনো গুজব ছড়ানো না হয়। শোনা যাচ্ছে এবার করোনা নিয়ে অতিরিক্ত গুজব ছড়ালে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে প্রশাসন।