বিশ্ব

করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, বাড়ছে আতঙ্ক

মহামারি ঘোষণা হওয়ার পরে করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বজুড়ে। এই মারণ ভাইরাসের হাত থেকে নিস্তার পাচ্ছেন না সাধারণ মানুষের পাশাপাশি হেভিওয়েটরাও। নভেল করোনাভাইরাস এর মোকাবিলা করা প্রত্যেকটি দেশের স্বাস্থ্য দপ্তরের কাছে করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনার হাত থেকে নিস্তার মেলেনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরির। ট্রুডো এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোফি আক্রান্ত হওয়ার কারণে নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হচ্ছে তাঁর। স্ত্রীর অাক্রান্ত হওয়া এবং নিজের অাক্রান্ত হওয়ার অাশঙ্কায় কানাডার প্রধানমন্ত্রী নিজেও আইসোলেশনেই আছেন। দু’সপ্তাহ তাঁকে আইসোলেশনেই থাকতে হবে বলে জানা গেছে। এবার করুনা সংক্রমনের মুখে পড়লেন  আরো এক হেভিওয়েট। তিনি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন। পিটার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে অস্ট্রেলিয়াতেও এই ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। পিটারের করো না আক্রান্ত হওয়ার খবর নিতেই তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা চালানো হচ্ছে। এদিকে বিভিন্ন দেশের একাধিক হেভিওয়েটের আক্রান্ত হওয়ার খবর নিতেই এই ভাইরাস নিয়ে আতঙ্ক আরও বেড়ে চলেছে।

Loading

Leave a Reply