জেলা

পীরবাবার ওরসে আট থেকে আশি হিন্দু ও মুসলিম ভাই – বোনেরা মেতে ওঠলো ইন্দাসে

ইন্দাস,বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের সিমুলিয়া ও দশরথবাটি গ্রামে পীরবাবার ওরস পালন হল। সিমুলিয়া গ্রামের বাসিন্দা ৮৫ বছর বয়সী আনন্দময় মেদ্যা বলেন এই পীরবাবার বয়স হবে ৮০০ বছর। তিনি আরো জানান যে অন্য জায়গা থেকে এসে আমাদের গ্রামে থাকতেন। ওরস কমিটির সম্পাদক শম্ভুনাথ নন্দী বলেন যে এই গ্রামে রীতি আছে কোন হিন্দু ছেলের বিয়ে হলে বাড়িতে ঢোকার আগে পীরবাবার আস্তানায় প্রসাদ খাওয়াতে হয়। যতক্ষণ না খাদিম প্রসাদ বিতরণ না করছে ততক্ষণ দাঁড়িয়ে থাকে। উনি এসে প্রসাদ দেন তারপর ছেলে – বউ বাড়িতে ঢুকে। ওরস কমিটির সভাপতি আব্দুর রব বলেন ৪ বছর এই পীরবাবার ওরস পালন পালন করা হচ্ছে। হিন্দু মা – বোনেরা প্রতি বৃহস্পতিবার পীরবাবার আস্তানায় হাজির হয়ে যায় প্রসাদ নিয়ে। প্রতি দিন সন্ধ্যায় ধূপ ও সন্ধ্যা দেওয়ার লাইন পড়ে। সকল মানুষের সহযোগিতায় এই উৎসব পালন করা হয়।সিমুলিয়া গ্রামের রানু নন্দী বলেন পীরবাবাকে মনে – প্রানে ভালোবাসি।

গ্রামের বাহিরে বের হলেই ওনাকে প্রনাম না করে যায় না। দশরথবাটি গ্রামের কাকলী পালিত বলেন প্রতি বৃহস্পতিবার যখন সিন্নী নিয়ে যায় পীরবাবার আস্তানাতে বসার জায়গা থাকে না।এই আস্তানায় অনেকেই মানত করেন এবং মনের ইচ্ছা পুরন হয়ে যায়। এই উৎসব মিলন মেলায় পরিনত হয়। আজ ১৭ ই মার্চ বয়স্ক মানুষদের সকাল বেলায় সম্বর্ধনা দেওয়া হয়। চন্দনের ফোঁটা ও মিষ্টির প্যাকেট দেওয়া হয়। দুটার সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছেলে ও মেয়েদের সম্বর্ধনা দেওয়া হয়। তারপর বিকালে পীরবাবার মাজারের চাদর মাথায় নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। এই গ্রাম পরিক্রমায় অংশ গ্রহণ করে আট থেকে আশি সাধারণ মানুষেরা। সন্ধ্যায় পীরবাবার মাজার স্নান করানো হয়। রাতে ধর্মীয় কথা আলোচনা করা হয় এবং শেষে ৭ থেকে ৮ হাজার মানুষ খেচুরি প্রসাদ খায় ।এই উৎসবে মেলা বসে এবং রাতে কাওয়ালী অনুষ্ঠান হয়।

Loading

Leave a Reply