এই মুহূর্তে করোনা নিয়ে উত্তাল সারা বিশ্ব। ভারতবর্ষে করোনা এই মুহূর্তে স্টেপ ওয়ানে আছে। সরকার প্রাণপন চেষ্টা চালাচ্ছে যাতে কোনোভাবেই করোনাভাইরাস স্টেপ টুতে যেতে না পারে। এক্ষেত্রে আগামী 15 দিন ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 15 দিন সামলানোর না গেলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে দেশের। এই পরিস্থিতিতে এই প্রথম কলকাতায় কোরনা আক্রান্ত রোগীর দেখা মিললো।
বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ইংল্যান্ড ফেরত এক তরুণ৷ আইডি হাসপাতালে স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে৷ ওই তরুণ যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও কড়া পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা৷ সংক্রামিত তরুণের মা-বাবা ও পরিবারের অন্যদের বেলেঘাটা আইডিতে কোয়েরান্টাইনে রাখা হয়েছে৷ সমস্ত বিষয়টি নিয়ে অত্যন্ত সর্তকতা অবলম্বন করা হচ্ছে। এখন মূল লক্ষ্য যাতে কোনোভাবেই ওই রোগীর দেহ থেকে সংক্রামক অন্য কোথাও ছড়িয়ে না পড়ে।