রাজ্য

রাজ্য বাসীর জন্য সুখবর ভর্তি থাকা ৪৬ জনের লালারসে করোনা নেগেটিভ পাওয়া গেল।

করোনার জেরে এক প্রকার জরুরি অবস্থা। সারাদেশ জুড়ে প্রতি মুহূর্তে আতংকে দিন কাটাচ্ছেন ১৩০ কোটির দেশ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ সকালেও এক আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতে পশ্চিমবঙ্গের জন্য জন্য স্বস্তির খবর, এখনও নতুন করে করোনায় আক্রান্ত হননি কেউ। গতকাল ৪৬ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছে বেলেঘাটার নাইসেডে। সব রিপোর্টই নেগেটিভ আসে। ৪৬ জনের মধ্যে রয়েছেন রাজ্যের প্রথম করোনায় আক্রান্তে মৃতের পরিবারের দুই জন। রাজ্যে এখনও পর্যন্ত ১৭৬ জনের সোয়াব টেস্ট হয়েছে। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল সাত। সোমবার রাতে নতুন করে দু’জনের শরীরে  ভাইরাসের অস্তিত্ব মেলে। এদের মধ্যে ৫৮ বছরের এক ব্যক্তি, মিশর থেকে ফিরেছেন। অন্যজন ৫৫ বছরের মহিলা, ব্রিটেন থেকে ফিরেছেন।

নতুন করে আইসোলেশনে রাখা হয়েছে ১৮জন সন্দেহভাজনকে। এই নিয়ে রাজ্যে মোট ২১৬জনকে আইসোলশেনে নেওয়া হল। রাজ্যে এই ভাইরাসের সংক্রমণ যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে ৪৬ জনের লালারসের পরীক্ষার পরও প্রতিটি রিপোর্ট নেগেটিভ হওয়াটাই রাজ্যবাসীর ও চিকিৎসকদের কাছে যথেষ্ট স্বস্তির খবর। চিকিৎসকরা মনে করছেন এই লকডাউন যত বাড়বে ততই করনা আক্রান্তের সংখ্যা কম হবে। এখন সব থেকে বেশি জরুরি রাজ্যের সমস্ত মানুষকে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হওয়াএবং প্রত্যেকে বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকা।

Loading

Leave a Reply