রাজ্য

মাস্কও স্যানিটাইজার দাবিতে বেলেঘাটা আইডিতে বিক্ষোভ নার্স ও স্বাস্থ্যকর্মীদের।

আপনি আমি যারা একেবারেই সুস্থ। যাদের মাক্স জরুরী নয় তারাও মাক্স পড়ে ঘুরছি। অথচ যারা কোরনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন সেই বেলেঘাটা আইডি নার্সরা পাচ্ছেন না মাস্ক সঙ্গে নেই প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার।মূলত এই দাবিতে বেলেঘাটা আইডিতে বিক্ষোভ নার্সদের। স্বাস্থ্যকর্মীদের একাংশ অসন্তোষে ফেটে পড়ছেন। বেলেঘাটা আইডি তে কাজ করার কারণে নার্স ও স্বাস্থ্য কর্মীদের সামাজিক বয়কটের মুখে পড়তে হচ্ছে। হাসপাতালে যারা রাত্রি বাস করছেন তাদের থাকার জায়গা সঠিক নয় বা নিরাপদ নয়।

পাশাপাশি বাড়ি ফেরার ক্ষেত্রে নানান সমস্যা তৈরি হচ্ছে। অথচ সুপার কে বারবার বলে সমস্যার সমাধান হচ্ছে না। অন্যদিকে যে খাবার তাদের সরবরাহ করা হচ্ছে তাও সঠিক নয়। নার্স ও স্বাস্থ্য কর্মীদের দাবি তারা জীবনকে বাজি রেখে কাজ করে চলেছেন অথচ তাজের জীবনের কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে বিষয়টি নিয়ে যথেষ্ট গন্ডগোল শুরু হয়েছে বেলেঘাটা আইডি তে।

Loading

Leave a Reply