বিশ্ব

ক্রমশ মৃত্যুনগরীতে পরিণত ইতালি, একদিনে মৃতের সংখ্যা ৯৬৯।

যতদিন যাচ্ছে ততই মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ইতালি। শুক্রবার সংক্রমণের ফলে মৃত্যু হয়েছে মোট ৯৬৯ জনের। যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল। শেষ পাওয়া খবরে ইতালিতে মৃতের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১০৯৫০ জন। বৃহস্পতিবার সুস্থ হয়েছিল ১০৩৬১ জন। ইতালির কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের বয়ান অনুযায়ী, এ যাবৎ মোট ৮৬৫০০ জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে এই দেশে। তবে আক্রান্ত হওয়ার গতি হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮ শতাংশ হারে বাড়ছিল। এখন সেই সংখ্যাটা বাড়ছে দৈনিক ৭.৪ শতাংশ হারে।

প্রসঙ্গত,বিশ্বে করোনার সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ৫ লক্ষ ৯৬ হাজার জন। ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হুহু করে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। চলছে লকডাউন। গৃহবন্দি সাধারণ মানুষ।

Loading

Leave a Reply