করোনা মোকাবিলায় যথেষ্ট তৎপর রাজ্য স্বাস্থ্যদপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নিত্যনতুন উদ্যোগ নিয়েই চলছেন। ফের সোমবার নতুন ঘোষণা রাজ্য স্বাস্থ্যদপ্তরের।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে রাজ্যের ২২ টি জেলাতে করোনার চিকিৎসার জন্য ২২ টি আলাদা হাসপাতাল তৈরি করা হবে। যেই হাসপাতালগুলিতে মূলত করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে প্রতিটি জেলা প্রশাসনের কাছে এই নির্দেশিকা চলে এসেছে বলে সূত্রের খবর।
আগামী কয়েক দিনের মধ্যেই চিকিৎসার জন্য আলাদা এই পরিষেবা চালু হতে চলেছে সব জেলাগুলিতে। করণা মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য ভবনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন মানুষ।