জেলা

করোনা আবহে সম্প্রীতির অনন্য নজির মুর্শিদাবাদে, হিন্দু ব্যক্তির মৃতদেহ সৎকার করলেন মুসলিমরা।

করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন চলছে। মানুষের মধ্যে তাড়া করে বেরাচ্ছে করোনা আতঙ্ক । মৃতদেহ সৎকারেও এগিয়ে আসছে না কেউ। এমনই পরিস্থিতিতে সম্প্রীতির অনন্য নজির গড়লেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার মুসলিম যুবকেরা।
নিমাই  রাজমাল নামে স্থানীয় এক আদিবাসী বাসিন্দার সৎকার করতে এগিয়ে এলেন পাড়ার  মুসলিম যুবকরা।

মৃতের পরিবার সূত্রে জানা যায়,  নিমাই রাজমাল বার্ধক্যজনিত কারণে গত চার মাস ধরে শয্যাষায়ী ছিলেন। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে সাহায্যের হার বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দা মাজেদ শেখ, আকবর আলি, আসু সেখ, সামাউন আলি-রা। জাত-ধর্ম ভুলে হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে  চাঁদা তুলে টাকা জোগাড় করেন, তারপর মরদেহ নিয়ে যান  খাগড়া শ্মশানে।

স্থানীয় বাসিন্দা আকবর শেখ,মাজেদ শেখ,সামাউন আলিরা বলেন, ‘খুবই গরীব পরিবার। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। সৎকাজ করার মতো টাকা নেই। সেই কারণেই আমরা দায়িত্ব পালন করেছি মাত্র।’ করোনা আতঙ্কের জেরে অনেকেই মৃতদেহ । মৃতদেহ নিয়ে যেতে ভয় পাচ্ছিল অনেকেই। সেই কারণেই আমরা এগিয়ে এসে মৃতদেহ সৎকার করার ব্যবস্থা করি।’

Loading

Leave a Reply