দিল্লিতে নিজামউদ্দিন এর ঘটনার পর নড়েচড়ে বসেছে আসমুদ্রহিমাচল। নিজাম উদ্দিনের জমায়েত থেকে হইহই করে করোনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে। উল্লেখ্য ইতালিতে একটি ফুটবল ম্যাচ থেকে প্রথম দেশজুড়ে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে করোনা।সেই প্রবণতা রুখতে বিভিন্ন ধর্ম স্থানে হানা দেওয়া শুরু করল প্রশাসন। গতকাল থেকে কলকাতায় বিভিন্ন স্থানে হানা দিয়ে বহু বিদেশি কে কোয়ারেন্টাইন পাঠিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা মঙ্গলবার একাধিক জায়গায় হানা দেয়।
তল্লাশি অভিযানে নারকেলডাঙার এক ধর্মস্থল থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ওই দলটিতে কেউ ২৪ বছর বয়সি আবার কেউ ৬৮ বছর বয়সি। তাঁরা প্রত্যেকেই থাইল্যান্ড থেকে এসেছেন। মায়ানমার থেকে আসা মোট ১৩ জন ধর্মপ্রচারককে জোড়াসাঁকো থানা এলাকার ধর্মস্থান থেকে উদ্ধার করা হয়। গার্ডেনরিচের এক ধর্মস্থান থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৯ জন মালয়েশিয়া এবং ৪ জন ইন্দোনেশিয়ার বাসিন্দা। দিল্লি থেকে আসা ৪ জনকে নিউমার্কেট থানা এলাকা থেকে উদ্ধার করেন গোয়েন্দা আধিকারিকরা। এছাড়াও ৬ জন ভারতীয় গাইডেরও খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের প্রত্যেককেই রাজারহাটের হজ হাউসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদিও বিদেশীরা বলছেন লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে তারা দেশে ফিরতে পারেননি আটকে গেছেন। বিশেষ সূত্রে জানা যাচ্ছে গোয়েন্দা-বিভাগ তাদের হজ সেন্টার কোয়ারেন্টাইন রেখেই তদন্ত শুরু করেছে সম্পূর্ণ বিষয়টি নিয়ে।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে