রাজ্য

মুখ্যমন্ত্রীকে সাক্ষাতের সময় চেয়ে চিঠি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।

করোনা পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক করেছিলেন। সেই বৈঠকে সিপিএম বিজেপি সহ সব দলের নেতৃত্বে উপস্থিত ছিলেন। সেখানে প্রত্যেকেই সরকারকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। রাজ্যের সংকটকালীন পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মুখ্যমন্ত্রী কে সাক্ষাৎ করার সময় চেয়ে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য রাজ্যে ক্ষমতা বদলের বছরেই ঘরছাড়া বাম কর্মীদের ঘরে ফেরানোর উদ্দেশ্যে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করেছিলেন বিমান বাবু। এবারের সাক্ষাৎ অবশ্য কোনো রাজনৈতিক কারণে নয়।

একেবারেই করোনা পরিস্থিতি নিয়ে বলেই আলিমুদ্দিন সূত্রে জানা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সুনির্দিষ্ট অভিযোগ তাদের কাছে এসেছে সেই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে চান বিমান বসু। আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছেন। পাশাপাশি চিঠিতে নাকি উল্লেখ করা হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা জানার ক্ষেত্রে সরকার কোনভাবেই তথ্য গোপনের চেষ্টা যেন না করে। এতে করে অযথা রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, পাশাপাশি সংক্রমণ মোকাবিলা করতে অসুবিধা হবে। এখন দেখার মুখ্যমন্ত্রী সাক্ষাতের জন্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কে সময় দেন কিনা।

Loading

Leave a Reply