রাজ্য

বিধায়ক, মন্ত্রীদের বেতন কাটার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টুইট রাজ্যপালের।

করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা এ রাজ্য ক্রমশই বেড়ে চলেছে। সোমবার পর্যন্ত রাজ্যের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্য থেকে করোনা তে ৬১ জন আক্রান্ত হয়েছেন। করোনা মোকাবিলায় এবার রাজ্যের বিধায়ক মন্ত্রী-সাংসদদের বেতনের ৩০শতাংশ কাটার দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। মঙ্গলবার তিনি ট্যুইট করে বলেন “ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন করোনা মোকাবিলায় এক বছরের জন্য সমস্ত সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর নিজের বেতনের এক বছরের ৩০শতাংশ টাকা করোনা মোকাবিলার কাজে লাগানো হবে।

একইসাথে রাষ্ট্রপতি,উপরাষ্ট্রপতি, রাজ্যপালদের এক বছরের বেতনের ৩০ শতাংশ কাটা হচ্ছে করোনা মোকাবিলার জন্য। আবেদন জানাচ্ছি রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর মাধ্যমে যাতে তারাও এক বছরের ৩০ শতাংশ বেতন দিয়ে করোনা মোকাবিলায় সহযোগিতা করে।” যদিও রাজ্যপালের তরফ এ মঙ্গলবার সকালে এই ট্যুইটের পর অবশ্য রাজ্যের অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Loading

Leave a Reply