দেশ রাজ্য

টেস্ট কিট ও আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রকে তোপ বামেদের

বিশ্বে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আমাদের দেশেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কিন্ত সংক্রমণ ছড়িয়ে পড়ার এতদিন পরেও কেন পর্যাপ্ত টেস্ট কিট বা পিপিপি কেন জোগাড় করতে পারছে না কেন্দ্রীয় সরকার, তা নিয়ে এবার কেন্দ্রের জবাব দাবি করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি কেন্দ্রকে কড়া আক্রমণ করে বলেছেন, সারা দেশে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেও র্যা পিড টেস্ট করতে সমস্যায় পড়ছে কেন্দ্র। বারবার যেখানে চিকিৎসকরা র্যা পিড টেস্টের পক্ষে সওয়াল করছেন, সেখানে দেশে পর্যাপ্ত টেস্ট কিট কেন নেই। এ ব্যাপারে কেন্দ্র স্পষ্ট বিবৃতি দিয়ে জানাক।


অন্যদিকে, আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সোশ্যাল মিডিয়ায় আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে সূর্যবাবু বলেন, এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে আর্থিক সাহায্য দেওয়া উচিত কেন্দ্রের। মোদি সরকার যা দেবে বলে জানিয়েছে, তা প্রয়োজনের তুলনায় কিছুই নয়। দেশের এই বির্পয়ের পরিস্থিতিতে অন্তত ৬ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া প্রয়োজন সরকারের।


Loading

Leave a Reply