ভারতবর্ষে করো না আক্রান্তের সংখ্যা গতকাল কিছুটা কমলেও শেষ 24 ঘন্টায় আবারো আক্রান্ত সংখ্যা কিছুটা বৃদ্ধি পেল যদিও দুদিন আগে যেভাবে আক্রান্ত বাড়ছিল সেই তুলনায় কিছুটা নিম্নমুখী কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী শেষ 24 ঘন্টায় ভারতবর্ষে নতুন করে কোন আক্রান্ত হয়েছেন ১০৫৯ মোট আক্রান্তের সংখ্যা ১৩,৫৪৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭৭ মারা গেছেন ৪৪৮ জন এবং এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন ১১২২৯ জন।
যদিও পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে দাবি ও রাজ্যের মুখ্য সচিবের দাবির মধ্যে অনেকটাই পার্থক্য। দ্বিতীয় দফার লকডাউন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে যদি সংক্রমণের সংখ্যা না কমতে শুরু করে তাহলে আগামী দিন যথেষ্ট চিন্তার হয়ে দাঁড়াবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তবে আশার কথা দেশের ১৭০টি জেলায় শেষ ১৪ দিনে একটিও আক্রান্তের খবর পাওয়া যায়নি বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে।