দেশ

রাজ্য করোনা আক্রান্ত, সামাল দিতে বাবার শেষ যাত্রাতেও সামিল হচ্ছেন না মুখ্যমন্ত্রী।

সারা দেশজুড়ে করানোর কারণে লকডাউন চলছে এই রকম পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্ত দিল্লীর এইমসে সোমবার সকাল ১০ঃ৪৪ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তরাখণ্ডের পৈতৃক ভিটায় মঙ্গলবার ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। সূত্র থেকে জানা গেছে বাবার শেষকৃত্যে আদিত্যনাথ উপস্থিত থাকতে পারছেন না। এই মুহূর্তে উত্তর প্রদেশ আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ভারতবর্ষের সবথেকে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ। এখানে লোক সংখ্যা প্রায় 19 কোটি। কাজেই এত বড় রাজ্যে করোনা মোকাবিলায় সরকারের এই মুহূর্তে অন্যতম চ্যালেঞ্জ। বাবার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী তার মাকে একটি চিঠি লিখেন।


চিঠিতে তিনি কি লিখেন, ‘পূজনীয় বাবার মৃত্যুর খবর পেয়ে দুঃখিত এবং শোকার্ত আমি। উনি আমার জন্মদাতা। জীবনে, সত্যের পথে চলা, কঠোর পরিশ্রম করা আর নিঃস্বার্থ ভাবে কাজ করা উনিই আমাকে শিখিয়েছিলেন। ওনার শেষ সময়ে ওনাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার ভাইরাসের বিরুদ্ধে দেশের লড়াই আর উত্তর প্রদেশের ২৩ কোটি জনতার জন্য আমি কর্তব্যবদ্ধ, এই কারণে আমি ওনার শেষকৃত্যে যেতে পারলাম না।লকডাউনের সফলতা আর মহামারীকে হারানোর জন্য নামা যুদ্ধের কারণে আমি বাবার শেষকৃত্যে অংশ নিতে পারছি না। পূজনীয় মা, আমি সবাইকে আবেদন করছি যে, তাঁরা যেন লকডাউনের পালন করে কম মানুষ বাবার শেষকৃত্যে অংশ নেয়।” মুখ্যমন্ত্রীর এই হৃদয় বিদারক চিঠি প্রকাশ্যে আসার পরে বহু মানুষ গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।


Loading

Leave a Reply