দেশ

কৃষকদের জন্য একগুচ্ছ গাইডলাইন বেঁধে দিল কেন্দ্র

লকডাউনের মধ্যেও কৃষিকাজের ক্ষেত্রে বেশকিছু নিয়ম শিথিল করা হলেও একগুচ্ছ গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয়েছে, জমিতে ফসল কাটার সময় প্রত্যেক কৃষককে মাস্ক অথবা গামছা দিয়ে নাক, মুখ ঢাকতে হবে। অল্প পরিমান ফসল কেটে আলাদাভাবে জড়ো করতে হবে। মাঠে কৃষকদের পরস্পরের দূরত্ব ২ মিটারের বেশি রাখতে হবে। এমনকী ফসল কাটার কাজে ব্যবহৃত কাস্তে সহ বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি দিনে তিনবার ধুতে হবে। একজন কৃষক অন্যজনের যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না।



এমনকী মাঠের মধ্যে আগে কৃষকদের মধ্যে খাবার আদান প্রদান চলত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা একবোরেই করা যাবে না। প্রত্যেকদিন কাচা জামাকাপড় পরেই মাঠে কাজ করতে হবে। বাড়িতে গিয়ে তা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। এমনকী খাদ্য শস্য ঝাড়াইয়ের সময় তা যাতে সরাসরি মাটিতে না পড়ে সে ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। এমনকী ফসল কাটার পর তা অন্তপক্ষে ৪৮ ঘণ্টা রোদে শুকিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই নিয়ম শিথিল করা হলেও কৃষকদের স্বাস্থ্যবিধি মেনে তবেই কৃষিকাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।


Loading

Leave a Reply